
২২ গজের দুনিয়া থেকে অনেক আগেই অবসর নিয়েছিলেন ইরফান পাঠান তবে আরেকজন দেখা পাওয়া যাবে তার । ফিরে আসছেন লাইমলাইট এর পর্দায়। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান একটি তামিল ছবিতে অভিনয় করছেন । নাম কোবরা। ছবিতে তুর্কি ইন্টারপোল অফিসারের ভূমিকায় দেখা যাবে ইরফানকে। কোবরা নামক মুভির টিজার রিলিজ হয়েছে শুক্রবার অর্থাৎ ৮ই জানুয়ারি। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা বিক্রম। ছবিতে বিভিন্ন লোকের সামনে আসবেন এই বিখ্যাত অভিনেতা। সব মিলিয়ে প্রায় কুড়িটি লুক দেয়া হবে তার চরিত্র কে।

বিক্রম এবং ইরফান ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে কে এস রবিকুমার, শ্রিনিধিকে। এই ছবির টিজার প্রকাশের সাথে সাথে অনেক ইরফান অনুগামীরা মুখিয়ে রয়েছে এই ছবিটির জন্য যদিও নির্দিষ্ট করে কোনো তারিখের কথা বলা হয়নি কবে ছবিটি রিলিজ হবে সেই নিয়েও কোনো কথা বলেননি নির্মাতা মহলের কেউই।