অরাজনৈতিক ব্যানারে খেজুরি দিবস পালন শুভেন্দুর । এম ভারত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 25 Second

অরাজনৈতিক ব্যানারে খেজুরি দিবস পালন করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ২০১০ সালে এলাকা দখলকে ঘিরে সিপিএম এবং তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছিল পূর্ব মেদিনীপুরের খেজুরি। প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। ওই বছরের ২৪ নভেম্বর খেজুরিতে শান্তি ফিরেছিল। সেই স্মৃতিতে প্রতিবছর খেজুরি দিবস পালন করে তৃণমূল। তবে এই প্রথম একেবারে অরাজনৈতিক ব্যানারে এই দিনটি পালন করলেন শুভেন্দু। এদিন বাঁশগোড়া থেকে কামারদা বাজার পর্যন্ত বিশাল পদযাত্রায় সামিল হন শুভেন্দু অধিকারী। বিপুল সংখ্যক অনুগামীদের সঙ্গে নিয়ে একেবারে পুরনো ছন্দে ধরা দেন শুভেন্দু। এদিন রাজনৈতিক বিতর্কিত কোনও কথা না বললেও পদযাত্রা শেষে কামারদা বাজার এলাকায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “‌২০১০–এর আগে খেজুরিতে গণতন্ত্র ছিল না। কৃষক নিজের ধান নিজে তুলতে পারত না। পুকুরে বিষ দেওয়া হত। ঘরছাড়া হতে হয়েছে অনেককে।”

পাশাপাশি বাম আমলে ঘটে যাওয়া সেই সংঘর্ষে কথা স্মরণ করে তিনি বলেন, “সেদিন ভোররাতে ৩০০ বন্দুকবাজ খেজুরি দখল করেছিল। আমি জীবনের ঝুঁকি নিয়ে সেখানে পৌঁছে এলাকা হার্মাদ–মুক্ত করেছিলাম। তৎকালীন পুলিশ হার্মাদদের সাহায্য করেছে। খেজুরিতে গণতন্ত্র, স্বাধীনতা, শান্তি বজায় থাকুক এই প্রার্থনা করি।”অন্যদিকে, প্রতিবছর তৃণমূল খেজুরি দিবস পালন করে। এদিন বিকেলেও খেজুরিতে এক কর্মসূচি করার কথা ছিল তৃণমূলের। তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে, তৃণমূলের পক্ষ থেকে সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ঘণ্টায় ১২০ কিমি বেগে আছড়ে পড়তে চলছে ঘূর্ণিঝড় ‘নিভার’ । এম ভারত নিউজ

প্রবল বেগে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে চলছে ঘূর্ণিঝড় ‘নিভার’।পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যায় মামল্লপুরম এবং কারাইকালের মধ্য দিয়ে তামিলনাড়ু এবং পুুদুচেরিতে আছড়ে পড়বে। সেইসময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার থাকবে। ঘূর্ণায়মান বাতাসের গতিবেগ কখনও কখনও ঘণ্টায় ১২০ কিলোমিটারও পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেইসঙ্গে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে […]

Subscribe US Now

error: Content Protected