সরকারি গাড়ির অপব্যবহার বরদাস্ত করবেন না, জানালেন মুখ্যমন্ত্রী। এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 16 Second

উৎসবের মরসুমে কোনওরকমে বেনিয়ম বরদাস্ত করা হবে না, বলেই পরিষ্কার ভাষায় জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে আসছে কালী পুজো ,আর তারপরেই ছট পুজো। আর এই সময়ে সরকারি গাড়ির অপব্যবহার বন্ধ করার নির্দেশ দিলেন তিনি। পাশাপাশি পুলিশের গাড়ি ব্যবহার করার ক্ষেত্রে যথেষ্ট কারণ থাকতে হবে বলেই জানা গিয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “সরকারি ক্ষমতার, অপব্যবহার করে অনেকেই লালবাতি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তবে এবার সেই ব্যবহার বন্ধ করতে হবে ইতিমধ্যেই।”তিনি আরও বলেন,”কালীপুজোতে আনন্দ থাকলেও আমরা সকলেই যেন পলিউশন কন্ট্রোল বোর্ড-এর নিয়ম মেনেই বাজি বাজার করি। গ্রীন ক্র্যাকার ব্যবহারে আমরা অনুমতি দিচ্ছি। তবে এক্ষেত্রে পলিউশন কন্ট্রোল বোর্ডের নিয়মাবলী মেনে চলতে হবে রাজ্যবাসীকে।”

প্রসঙ্গত উল্লেখ্য ,আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ছট পুজোর জন্য রাজ্য সরকারের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুসারে সরকারি কর্মচারীদের ৯ এবং ১০ তারিখে ছুটি পাওয়ার কথা আছে। পরিবর্তিত সূচি অনুসারে সরকারি কর্মচারীদের ছুটি পেতে চলেছেন ১০ এবং ১১ তারিখে। জানা যাচ্ছে, গত তিন বছর ধরেই রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের দু দিনের জন্য ছুটি দেওয়া হচ্ছে। ছট পুজো উপলক্ষে এই নিয়মের অন্যথা না করেই দুদিনের জন্য ছুটি দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের তবে সেক্ষেত্রে পরিবর্তিত সূচি অনুযায়ী ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনার পর এবার ডেঙ্গু দমনে তৎপর বিধাননগর পুরোনিগম । এম ভারত নিউজ

করোনার পর এবার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে শুরু করল রাজ্য জুড়ে। এবার সেই ডেঙ্গু দমনে তৎপর হল বিধান নগর পুরো নিগমের সদস্যরা। জানা যাচ্ছে ইতিমধ্যেই করুনাময়ী বাস স্ট্যান্ড ডিএল ব্লক সহ সমস্ত জায়গা খতিয়ে দেখা হয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের তরফে। জানা যাচ্ছে অক্টোবর মাসে এখনও পর্যন্ত মোট ৩৭ জন মানুষ […]

Subscribe US Now

error: Content Protected