আবাস যোজনার কাজ দেখতে এবার কেন্দ্রীয় দল রাজ্যে! এম ভারত নিউজ

admin

কেন্দ্রীয় পরিদর্শকদের প্রয়োজনীয় যাবতীয় সাহায্য করা হয়, সেই অনুরোধ করা হয়েছে

0 0
Read Time:3 Minute, 10 Second

প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ এবার খতিয়ে দেখতে কেন্দ্র থেকে বিশেষ পরিদর্শক দল পাঠানো হচ্ছে। ছয় জন আধিকারিক থাকবে এই দলে। আর এই দল জানুয়ারির প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে বলে সূত্রের খবর। রাজ্যের পঞ্চায়েত দফতরকে ইতিমধ্যে এ ব্যাপারে একটি চিঠি দিয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক। তিনজন করে আধিকারিক দুটি দলে ভাগ হয়ে দুটি পৃথক জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় থাকা বাড়িগুলির কাজ পরিদর্শন করবেন। মূলত পূর্ব মেদিনীপুর এবং মালদা জেলাদুটি পরিদর্শন করবে এই দল। কোন কোন আধিকারিক কোন কোন জেলায় যাবেন সেটাও জানানো হয়েছে কেন্দ্রের তরফে দেওয়া ওই চিঠিতে। কেন্দ্রের তরফে পাঠানো ওই চিঠিতে রাজ্যকে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় পরিদর্শক দলের চূড়ান্ত সফরসূচি আলাদা করে জানানো হবে। কেন্দ্রীয় দলের এই পরিদর্শনের বিষয়টি সংশ্লিষ্ট জেলা আধিকারিকদের রাজ্য সরকার যাতে সঠিকভাবে জানিয়ে দেয় এবং কেন্দ্রীয় পরিদর্শকদের প্রয়োজনীয় যাবতীয় সাহায্য করা হয়, সেই অনুরোধ করা হয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ব্যাপারে একটি টুইট করে আনন্দ প্রকাশ করেছেন। কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রর এই সিদ্ধান্তকে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে ধন্যবাদ জানিয়ে টুইটারে তিনি লেখেন, ‘গরিব মানুষদের বঞ্চিত করা লোকজনদের জেলে পাঠানো দরকার।‘ পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধির এই দলকে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবে বলে নবান্ন সূত্রের খবর। এই দল যাতে নিজেদের কাজ সঠিকভাবে করতে পারে তার জন্য রাজ্য সরকারের দিক থেকে যা যা করনীয় তা করা হবে বলে জানা গিয়েছে। আবাস যোজনায় দুর্নীতি নিয়ে ক্রমাগত অভিযোগ, হানাহানি, শাসক- বিরোধী লড়াই চলতেই থাকছে। এমতাবস্থায় কেন্দ্রীয় পরিদর্শক দলের এ ব্যাপারে রাজ্যে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চাকরি খোয়াচ্ছেন হাজার-হাজার মানুষ, কর্মী ছাঁটাই `আমাজনে'। এম ভারত নিউজ

দীর্ঘদিন ধরে আর্থিক মন্দা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় রয়েছে এই কোম্পানি।

Subscribe US Now

error: Content Protected