করোনা পরিস্থিতির এই সংকটে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে জার্মানি চীন-পাকিস্তান ইউনাইটেড নেশন এবং ‘ব্রিটেনের’ মত দেশ গুলি। করোনার প্রথম ঢেউয়ে তৎপরতার সঙ্গে সারা বিশ্বকে টিকা প্রেরণের দিক থেকে সমস্ত দেশের মিত্রদেশ হয়ে উঠেছে ভারত ।তাই করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল হওয়া ভারতের পাশে এসে দাঁড়ালো ব্রিটেন। অক্সিজেন সংকটে ধুঁকছে গোটা ভারত। ইতিমধ্যেই মিত্রদেশ ব্রিটেনের কাছ থেকে সহযোগিতা চেয়ে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর সেই ডাকে সাড়া দিয়ে এবার ভারতকে অক্সিজেন সমন্বিত সামগ্রী পাঠাতে উদ্যত হল ব্রিটেন।
ব্রিটেনের তরফ থেকে পাঠানো এই সরঞ্জামের মধ্যে থাকছে অক্সিজেন কনসেনট্রেটর এবং ভেন্টিলেটর। ৬০০-র বেশি এই সব যন্ত্রপাতি কয়েক দফায় পৌঁছবে ভারতে। এই সমস্ত যন্ত্রপাতিগুলি ভারতের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে। প্রথমটি দিল্লিতে পৌঁছনোর কথা আজ ভোরেই।আগামী কয়েক সপ্তাহ ধরে বাকি ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর , ১২০টি স্বয়ংক্রিয় ভেন্টিলেটর এবং ২০টি সাধারণ ভেন্টিলেটর ব্রিটেন থেকে আসার কথা ভারতে। করোনার এই পরিস্থিতির আগে দু’বার ভারতের সফরের কথা বাতিল করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তবে মিত্র দেশের প্রতি কৃতজ্ঞতা থেকেই আজ এই সহযোগিতা সিদ্ধান্ত করলেন তিনি।