0
0
Read Time:1 Minute, 9 Second
আজ মহা শিবরাত্রি। প্রতি বছর মহা শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল নামে তারকেশ্বরে। সেই ভিড়ের কথা বিবেচনা করেই , এই মহা শিবরাত্রি উপলক্ষে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। সারা বছরই কমবেশি এই তীর্থস্থানে জান সারা দেশের মানুষ পশ্চিমবঙ্গের তারকেশ্বরের কথা জানেন না এমন মানুষের সংখ্যাও কম তাই মহা শিবরাত্রির পুণ্য তিথিতে বাবার মাথায় জল ঢালতে মানুষের ঢল পড়ে নামে এই পুণ্য স্থানে । সামনে বঙ্গ ভোট তার ওপর করোনা আবহ, তবে কি সেই কথা বিবেচনা করেই দেওয়া হলো স্পেশাল ট্রেন সেটাই প্রশ্ন । তবে উল্লেখ্য এর আগে ‘ছট’ উৎসবেও বিহার রুটের ট্রেন সংখ্যা বাড়ানো হয়েছিল । যার জন্যে অনেক পুণ্যার্থীর অনেক সুবিধা হয়েছিল ।