সফল হয়েছে গোড়ালির অস্ত্রোপচার। হাসপাতালের বিছানায় শুয়ে নিজেই আপডেট দিলেন শামি। বিশ্বকাপের পর থেকেই চোট আঘাত জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন ভারতীয় তারকা পেসার মুহাম্মদ শামি। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হলেও তার পর থেকে একটিও কোনও সিরিজ খেলতে পারেননি তিনি।
শামি মুম্বাইতে গিয়েছিলেন গোড়ালির চিকিৎসা করাতে। ভারত যখন দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যায়, মনে করা হয়েছিল টি-টোয়েন্টি ও ওয়ানডেতে না থাকলেও টেস্টে খেলবেন তিনি। ভারতের টেস্ট স্কোয়াডেও ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর আর সেই টেস্ট সিরিজ খেলা হয়নি। এতদিন পর তাঁর গোড়ালির অস্ত্রপচার হলো। হাসপাতালের বেডে শুয়ে নিজেই নিজের ছবি ও পোস্ট করলেন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে।
এক্স হ্যান্ডেলে শামি লিখেছেন, ‘আমার অ্যাকিলিস টেন্ডনে সফল হিল অপারেশন সম্পন্ন হয়েছে। সুস্থ হয়ে ওঠার জন্য কিছুটা সময় লাগবে। তবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’