নন্দীগ্রামের সভায় তিন লক্ষ লোক হবে: সৌমেন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

পূর্ব মেদিনীপুরের নতুন জেলা সভাপতি হয়েছেন সৌমেন মহাপাত্র। বুধবারই শিশির অধিকারীকে সরিয়ে তাঁকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তমলুক তৃণমূল দলীয় কার্যালয় ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আগামী ১৯ জানুয়ারি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে বিভিন্ন জেলা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূল কর্মী সমর্থক সাধারণ মানুষ মিলিয়ে তিন লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন। পাশাপাশি পরের দিনই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পাল্টা সভা প্রসঙ্গে বলেন, পাল্টা সভা করতেই পারেন এটা গণতান্ত্রিক রাজ্য, এখানে সব দলের অধিকার সমান রয়েছে।

রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূলের রক্তক্ষরণ বেড়েছে। আর সেই ক্ষতয় প্রলেপ দিতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করে চলেছে তৃণমূল। কোথাও কোথাও আবার তৃণমূল সুপ্রিমোকে ছুটতে হয়েছে। এসবের মধ্যেই অধিকারীর পরিবার মমতার মাথা ব্যথা হয়ে দাঁড়িয়ে ছিল। ধীরে ধীরে তাই সেই অধিকারী পরিবারকে যুঝতে জেলার সভাপতি বদলের পাশাপাশি দিঘা-শঙ্করপুর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানও বদল করা হয় । যেখানে দু’টি পদেরই দায়িত্ব ছিলেন অধিকারী গড়ের চাণক্য শিশির অধিকারী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি, দাবি তৃণমূলের । এম ভারত নিউজ

পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারের সামনে বিজেপি নেতৃত্বের ছবি লাগানো হয়েছে তাতে মনে হচ্ছে ব্যাঙ্কও বেসরকারিকরণের পথে। জন সমর্থন হারিয়ে বিজেপির নেতা কর্মীরা এখন এসব কাজ করছে। এমনটাই অভিযোগ জেলা তৃণমূল নেতা প্রদীপ গায়েন। উল্লেখ্য, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত […]

Subscribe US Now

error: Content Protected