রানওয়ের পরিবর্তে সমুদ্রে ল্যান্ড করল রাশিয়ার বিমান । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 52 Second

শেষ পর্যন্ত আশঙ্কায় সত্যি !২৮ জন যাত্রী নিয়ে মাঝ সমুদ্রের ভেঙ্গে পড়ল রাশিয়ার বিমান এন্টোনোভ এন ২৬। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল হঠাৎ করেই মাঝ আকাশে উধাও হয়ে যায় এই বিমানটি। এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর , প্রারম্ভিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত মাধ্যমে যোগাযোগের চেষ্টা চালানো হয়। পরবর্তীতে সমস্ত আশঙ্কাকে সত্যি করে দিয়ে রাশিয়ার এক সংবাদমাধ্যমের তরফ থেকে জানানো হয় ,গতকাল মাঝ সমুদ্রেই ভেঙে পড়েছে এই বিমানটি।

প্রসঙ্গত উল্লেখ্য দুটি ইঞ্জিন যুক্ত এই বিমানটি নিজের যাত্রা পথের সূচনা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে, অবতরণের জন্য তৈরি ছিল। তবে হঠাৎ করেই এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সঠিক সময়ে অবতরণ না করার জন্যই সন্দেহ হয় এটিসির । পরবর্তীতে প্রারম্ভিক তদন্তের মাধ্যমে জানানো গেছে , সেই অঞ্চলের খারাপ আবহাওয়ার কারণেই মাঝ সমুদ্রের ভেঙে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।বিমানটিতে দু’জন শিশু-সহ ২২ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু ছিলেন ৷ এছাড়াও ওই বিমানে উপস্থিত ছিলেন রাশিয়ার একটি অঞ্চলের মেয়র ওলগা মোখিরেভাও৷ এই ঘটনায় ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে রাশিয়ায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মহানগরীতে সেঞ্চুরি পার করল পেট্রোলের দাম । এম ভারত নিউজ

প্রথমবারের জন্য সেঞ্চুরি পার করল মহানগরীর পেট্রোলের দাম। গত কয়েকদিন ধরেই পেট্রোপণ্যের দাম ক্রমাগত ঊর্ধ্বগামী। যদিও রাজ্যের অন্যান্য জেলায় ইতিমধ্যেই ১০০ পার করেছিল পেট্রোপণ্যের দাম। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির দৌড়ে উত্তরবঙ্গের জেলাগুলির পেছনে ফেলে ছিল মহানগরীকে। তবে আজ সেই দৌড়ে বেশ কিছুটা এগিয়ে তিন সংখ্যার ঘরে প্রবেশ করল মহানগরীর পেট্রোপণ্যের দাম। […]
kolkata_301

Subscribe US Now

error: Content Protected