লকেটকে ঘিরে বিক্ষোভ, দেওয়া হল ‘গো ব্যাক’ স্লোগানও । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 33 Second

হুগলির পান্ডুয়ায় ব্যাপক বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়। দেওয়া হল গো ব্যাক স্লোগানও। এদিন পান্ডুয়া হাসপাতালে আক্রান্ত চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেখানেই তাঁকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান সহ বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা।

বৃহস্পতিবার পান্ডুয়া হাসপাতালে রোগীর পরিবারের হাতে আক্রান্ত চিকিৎসক শিবশঙ্কর রায়ের সঙ্গে দেখা করতে যান লকেট। হাসপাতালে ঢোকার মুখেই জিটি রোডে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান হয় বলেও অভিযোগ। এই সময় তাঁর উপর হামলা করা হয় বলেও দাবী করেছে বিজেপি। বিজেপির অভিযোগ এই সময় পুলিশ প্রশাসনের তরফে কোনোরকম সাহায্যই পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষকে ঘটনাটি জানালেও নেওয়া হয়নি যথোপযুক্ত ব্যবস্থা, এমনটাই অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের তরফে। ওই সময় পুলিশ প্রশাসন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে ব্যস্ত ছিল বলেই অভিযোগ জানিয়েছেন লকেট। যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

তৃণমূল নেতা মাধব চন্দ্র ঘোষের কথায় “লকেট চট্টোপাধ্যায় তিন বছর ধরে সাংসদ।কিন্তু লোকসভা ভোটের পর তাঁকে আর এলাকায় দেখা যায়নি। পাণ্ডুয়ায় এর আগে তৃণমূল নেতা-কর্মীদের উপর অত্যাচার করেছে BJP। সেই সময় তিনি চুপ ছিলেন। কিন্তু আজকে চিকিৎসকদের সহানুভূতির জন্য এসেছেন। চিকিৎসক নিগ্রহের ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে পুলিশ পদক্ষেপ নিয়েছে। আমাদের প্রশাসনের উপর ভরসা আছে। আগামী দিনেও লকেট চট্টোপাধ্যায়কে পাণ্ডুয়াতে ঢুকতে দেব না।” এই ঘটনায় কার্যতই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'দাড়ি নন, কর্মসংস্থান বাড়ান' ১০০টাকা পাঠিয়ে মোদীকে আর্জি চা বিক্রেতার । এম ভারত নিউজ

“দাড়ি কাটুন” এইকথা বলে নরেন্দ্র মোদীকে ১০০ টাকা পাঠালেন মুম্বাইয়ের চা ওয়ালা। তাঁর বক্তব্য দাড়ি নয়,টিকা উৎপাদনের হার এবং কাজের সুযোগ বাড়ানো উচিত প্রধানমন্ত্রীর। মুম্বাইয়ে ইন্দ্রপুর রোডে একটি বেসরকারি হাসপাতালের বাইরে চা বিক্রি করেন অনিল মোরে। তিনিই মানি অর্ডার করে দাড়ি কাটার জন্য ১০০টাকা পাঠিয়েছেন নরেন্দ্র মোদীকে। যদিও তাঁকে অসম্মান […]

You May Like

Subscribe US Now

error: Content Protected