পার্থর অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীর নাম, অসন্তুষ্ট তৃণমূল । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 37 Second

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শনিবার পার্থ চ্যাটার্জি ছাড়াও তাঁর পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে ইডি। অর্পিতার বাড়িতে সূত্রের পাওয়া খবর অনুযায়ী প্রায় 40 লক্ষ টাকা পাওয়া যায়। এরপরই তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছে তাদের সাথে অর্পিতা মুখোপাধ্যায়ের কোন সম্পর্ক নেই। তৃণমূল নেতৃত্ব পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ঘোষণা করেছে যতক্ষণ পর্যন্ত তার দোষ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে কোন পদ থেকে সরানো হবে না। শনিবার গ্রেফতারের পর পার্থ বলেন, আমি মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি, তবে আমার কোন চিন্তা নেই। এদিন সংবাদ মাধ্যমের কাছে জানানো হয়েছে, তল্লাথির পূর্বেই ইডি সমস্ত ফোন নিয়ে নেয় তাই পার্থবাবুর বক্তব্য দলের কাছে স্পষ্ট নয়। কিন্তু পার্থ তার অ্যারেস্ট মেমোয় নাম দিয়েছেন রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সূত্রের খবর এ নিয়ে তাঁর উপর ক্ষুব্ধ রয়েছে দল। ইডি সূত্রে খবর ইডি আধিকারিকরা তাঁকে জানতে চায় হেফাজতে থাকাকালীন তিনি কার সাথে যোগাযোগ করতে চান আর তখনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ফোন নাম্বার দিয়েছেন বলে জানা যাচ্ছে। কিন্তু অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের উপর দল ক্ষুব্ধ হলেও তার পাশেই রয়েছে দল। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, শিল্পমন্ত্রী বিজেপির ষড়যন্ত্রের শিকার। এরপরই রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়ন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে নেই গুরুতর সমস্যা: AIIMS । এম ভারত নিউজ

তদন্তকারী আধিকারিকদের হাইকোর্ট নির্দেশ দেয় পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যের বাইরে উড়িষ্যায় নিয়ে গিয়ে তদন্ত করা হোক এবং উড়িষ্যার AIIMS-এ ভর্তি করে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হোক। এরপরই ইডি পার্থকে নিয়ে সোমবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি ভুবনেশ্বরের এইমসে নিয়ে যায় ।

Subscribe US Now

error: Content Protected