‘জাওয়াদের’ মোকাবিলায় বিদ্যুৎ দফতরকে ‘বিশেষ’ নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 39 Second

পুরী ছুঁয়ে জাওয়াদ এগিয়ে আসছে বাংলার দিকে। শনিবার বিকেলের পর উপকূলে বাড়বে ঝড়ের দাপট। যার জেরে নবান্ন জোর তৎপর । ঘূর্ণিঝড় জাওয়াদের সতর্কতা নিয়ে আজ মাননীয় বিদ্যুৎমন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ ভবনে একটি বৈঠক করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শান্তনু বোস। এদিনের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলায় বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মাননীয় মন্ত্রী প্রস্তুত থাকার নির্দেশ দেন । তিনি জানান, বিদ্যুত ভবনে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমে খোলা হচ্ছে শনিবার ৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে মঙ্গলবার পর্যন্ত ।

এছাড়াও যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা হল-

১. ডিরেক্টর ডিস্ট্রিবিউশন ও চিফ ইঞ্জিনিয়ার ডিস্ট্রিবিউশন বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন ।

২.বিদ্যুৎ দফতর রিজিওনাল ম্যানেজাররা সমন্বয় সাধন করবেন প্রত্যেকটি ব্লকে এবং জেলায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে ।

৩.কোনও জায়গায় জল জমে থাকলে সেখানে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

৪.পর্যাপ্ত পরিমাণে পোল,কন্ডাক্টর কেবল এবং ট্রান্সফর্মার মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

৫. ব্লক ভিত্তিক গ্যাং থাকবে উত্তর ২৪পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম,নদীয়া ও পূর্ব বর্ধমানে।

৬.বিদ্যুৎ ভবনে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর দু’টি হল ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪।
সিইএসসির কন্ট্রোল রুমের নম্বর গুলি হল- ৯৮৩১০৭৯৬৬৬ ও ৯৮৩১০৮৩৭০০

৭. বিদ্যুৎ দফতরের এর সর্বস্তরের কর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে ৪ঠা ডিসেম্বর থেকে ৭ই ডিসেম্বর পর্যন্ত ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'ওমিক্রন' ঠেকাতে বিশেষ কার্যকরী হতে পারে বুস্টার ডোজ় । এম ভারত নিউজ

করোনা অতিমারীর সংক্রমণে জেরবার গোটা বিশ্ব। তার উপর নয়া আতঙ্কের কারণ হচ্ছে ‘ওমিক্রন’ স্ট্রেন। করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পরও এখনও পর্যন্ত দেখা গিয়েছে বিশ্বের বহু মানুষ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে এই ভ্যারিয়েন্ট ভারতেও হানা দিয়েছে । যদিও হাতে গোনা সে আক্রান্তের সংখ্যা কিন্তু সংক্রমণে রাশ টানতে এবার কোভিড […]

Subscribe US Now

error: Content Protected