পুরুলিয়া: পানীয় জলের সমস্যা নিয়ে হয়রান পুরুলিয়াবাসী। রয়েছে পানীয় জলের কল, কিন্তু তা থাকলেও জল আসছে না সেই কল থেকে। ১০ দিন ধরে এই সমস্যায় জেরবার মানবাজার এলাকার স্থানীয়রা। এই সমস্যার দ্রুত সমাধানে এগিয়ে আসছেন না স্থানীয় প্রশাসনও। এই দাবি নিয়েই অবশেষে পানীয় জলের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। মঙ্গলবার পুরুলিয়ার মানবাজার মহকুমার স্থানীয় মহিলারা পানীয় জল না পাওয়ায় অভিযোগে পথে নেমে পথ অবরোধ করেন। জানা যায় এদিন মানবাজার পুরুলিয়া সড়কের ইন্দকুড়ি মোড়ে হাড়ি, কলসি, বালতি সহ নানা জলের পাত্র নিয়ে অবরোধে সামিল হন স্থানীয় মহিলারা |

অবরোধ শুরু হয় সকাল ৭ টা নাগাদ | তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশী সংখ্যক মানুষজনেরও ভীড় লক্ষ্য করা যায় | পানীয় জল না মেলায় স্থানীয় মহিলারা স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ ফেটে পড়েন ও বলেন, মানবাজার শহরতলী ছাড়াও পাথরমহড়া, বারকুড়ি, মধুপুর, ইন্দকুড়ি সহ অনেক জায়গায় দীর্ঘ প্রায় ১০ দিন ধরে পানীয় জলের কল গুলোতে জল পাওয়া যাচ্ছে না | তারা আরও জানান খুব শীঘ্রই পানীয় জলের সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলনেও নামবেন | যদিও এবিষয়ে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায় জলের পাইপ লাইন ফেটে যাওয়ার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে | প্রশাসনের তরফে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে |
