১০ দিন ধরে নেই পানীয় জল ! অবরোধে বসলেন গ্রামবাসীরা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 11 Second

পুরুলিয়া: পানীয় জলের সমস্যা নিয়ে হয়রান পুরুলিয়াবাসী। রয়েছে পানীয় জলের কল, কিন্তু তা থাকলেও জল আসছে না সেই কল থেকে। ১০ দিন ধরে এই সমস্যায় জেরবার মানবাজার এলাকার স্থানীয়রা। এই সমস্যার দ্রুত সমাধানে এগিয়ে আসছেন না স্থানীয় প্রশাসনও। এই দাবি নিয়েই অবশেষে পানীয় জলের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। মঙ্গলবার পুরুলিয়ার মানবাজার মহকুমার স্থানীয় মহিলারা পানীয় জল না পাওয়ায় অভিযোগে পথে নেমে পথ অবরোধ করেন। জানা যায় এদিন মানবাজার পুরুলিয়া সড়কের ইন্দকুড়ি মোড়ে হাড়ি, কলসি, বালতি সহ নানা জলের পাত্র নিয়ে অবরোধে সামিল হন স্থানীয় মহিলারা |

অবরোধ শুরু হয় সকাল ৭ টা নাগাদ | তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশী সংখ্যক মানুষজনেরও ভীড় লক্ষ্য করা যায় | পানীয় জল না মেলায় স্থানীয় মহিলারা স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ ফেটে পড়েন ও বলেন, মানবাজার শহরতলী ছাড়াও পাথরমহড়া, বারকুড়ি, মধুপুর, ইন্দকুড়ি সহ অনেক জায়গায় দীর্ঘ প্রায় ১০ দিন ধরে পানীয় জলের কল গুলোতে জল পাওয়া যাচ্ছে না | তারা আরও জানান খুব শীঘ্রই পানীয় জলের সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলনেও নামবেন | যদিও এবিষয়ে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায় জলের পাইপ লাইন ফেটে যাওয়ার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে | প্রশাসনের তরফে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে |

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাতের অন্ধকারে না জানিয়েই আফগানিস্থান ছাড়ল মার্কিন সেনা । এম ভারত নিউজ

আফগানিস্তানকে না জানিয়ে রাতের অন্ধকারে আফগানিস্তানের মূল ঘাঁটি বাগরাম এয়ারফিল্ড ত্যাগ করে মার্কিন সেনা। জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি বিবিসিকে বলেছেন যে শুক্রবার স্থানীয় সময় রাত ৩ টের সময় আমেরিকা বাগরাম ছেড়েছিল এবং তার কয়েক ঘন্টা পরে আফগান সামরিক বাহিনী তা জানতে পেরেছিল।মার্কিন সেনা প্রত্যাহারের সাথে সাথেই তালিবানরা আফগানিস্তানে দিকে দ্রুত অগ্রসর […]
abroad_203

Subscribe US Now

error: Content Protected