0
0
Read Time:1 Minute, 7 Second
অর্ধেক চালের ওপর ভারতের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠল পূর্বমেদিনীপুরের কাঁথির উত্তর খাসদা গ্রামের অমৃতা নায়েকের। হঠাৎ এমন ছবি আঁকার কারণ জানতে চাইলে অমৃতা জবাব, স্বাধীন ভারতে যেনো কেউ অভুক্ত না থাকে, সমাজের প্রতি তাঁর এই বার্তা তুলে ধরতেই এমন উদ্যোগ। একমাত্র মেয়ের এই সাফল্যে খুশি অমৃতার পরিবারও। খুশির খবর ছড়িয়ে পড়তেই অমৃতার বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী থেকে শুভানুধ্যায়ীরা। ছোট বেলা থেকেই ছবি আঁকতেন অমৃতা। সেই ইচ্ছে থেকেই বিড়াল একাডেমি অফ আর্ট এন্ড কালচারে আরও পোক্ত হওয়া। এখন তাঁর স্বপ্ন আগামী দিনে নিত্য নতুন ভাবনায় ছবি এঁকে ওয়াল্ড রেকর্ড গড়া।