রাজীবের মন গলাতে বৈঠক তৃণমূলের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 31 Second

শুভেন্দু অধিকারীর পর এবার তৃণমূলের মাথাব্যাথা রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। রবিবার তড়িঘড়ি রাজীবের মান ভাঙাতে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলায় বাড়িতে বৈঠক ডাকে দল। এদিন দেড়ঘন্টার বৈঠকে রাজীবের সঙ্গে কথা হয় দলের ভোটকুশলী প্রশান্ত কিশোর ও পার্থ চট্টোপাধ্যায়ের। বৈঠক শেষে রাজীব বলেন, দলের নীতি ঠিক করা নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে আবার ডাকলে আসব। আমাকে দল এবার বাড়তি গুরুত্ব দেবে। সূত্রের খবর, আগামী সপ্তাহে ফের রাজীবের সঙ্গে আলোচনায় বসতে পারে দল।

প্রসঙ্গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজীবের ছবি সহ পোস্টার পড়ে। শুধু তাই নয়, অরাজনৈতিক মঞ্চে বিতর্কিত মন্তব্যও করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ঠাকুরের কথায়, “যত মত, তত পথ। যত মত থাকবে, পথও ভিন্ন ভিন্ন হবে। রাজনৈতিক কারণে আমি একথা বলিনি। যা বলেছি ঠাকুরকে স্মরণ করে বলেছি।” তবে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, তিনি এখনও একটি রাজনৈতিক দলের কর্মী। তিনি একটি মন্ত্রীসভার সদস্য। তবে তিনি গোটা বিষয়টি ভেবে বলেছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য কয়েকদিন ধরে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে বিড়ম্বনায় পড়েছিল দল। সাংসদ সৌগত রায়ের মধ্যস্থতাতে বৈঠক হলেও মন গলেনি শুভেন্দুর। অবশেষে শুভেন্দু প্রসঙ্গে ইতি টেনেছে তৃণমূল। তবে রাজনৈতিক মহলের মতে, রাজীব বন্দোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য উজ্জীবিত করেছে বিরোধী রাজনৈতিক শিবিরকে। তবে তারা যাতে এই অবস্থা থেকে রাজনৈতিক ফায়দা না তুলতে পারে তাই রাজীব বন্দোপাধ্যায়কে নিয়ে তড়িঘড়ি বৈঠক সারল শাসক দল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'জন-গণ-মন' বদলানোর আর্জি ডঃ স্বামীর । এম ভারত নিউজ

একুশের নির্বাচনের আগে বাঙালির আবেগ উস্কে দিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-স্বামী বিবেকানন্দের শরণাপন্ন হয়েছে বঙ্গ বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডাদের মুখে এখন কবিগুরুর কথা। এসবের মধ্যেই কয়েকদিন আগে কলকাতায় এসে রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন বলে বিতর্কের সৃষ্টি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিষয়টি নিয়ে কটাক্ষ […]

Subscribe US Now

error: Content Protected