গত বছর সেপ্টেম্বর মাসে, করোনাভাইরাস এর যে নতুন স্ট্রেন ছড়িয়ে পড়েছে তা আগের থেকে অনেক বেশী প্রাণঘাতী বলে মনে করছেন বিজ্ঞানীরা। ঠিক এমনটাই জানালেন লন্ডনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সেপ্টেম্বর মাসে এই নতুন স্ট্রেনে ছড়িয়ে পড়ার সাথে সাথে ব্রিটেনের সাথে সামরিক বিমান সম্পর্ক বিচ্ছেদ করে বিশ্বের নানান দেশ। বিমান সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই আগামী ২৬ শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি স্থানে উপস্থিত থাকতে পারছেন না লন্ডনের প্রধানমন্ত্রী।
ইতিমধ্যেই ইংল্যান্ডের এই নতুন স্টেন ভারত সহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পরতে দেখা গেছে কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশের একজন মহিলা সহ কলকাতার এক যুবক এই নতুন স্টেনে আক্রান্ত হয়েছিলেন। নিউ ইমার্জিং রেসপিরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইজরি গ্রুপ (নেভারটাগ) বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন ধরনের ভাইরাস ততটা বেশি প্রাণঘাতী এই নিয়ে পূর্ণাঙ্গ দাবি করার এখনো দেরি বলেই মনে করছেন তারা। তবে করোনার সংক্রমণ কে রুখতে যে দুটি ভ্যাকসিন এর ব্যবহার করা হচ্ছে তাতেই এই সংক্রমণ ও আটকানো যাবে বলেই আশাবাদী লন্ডন সরকার।