২৭ বছর পর ভারতের বুকে মিস ওয়ার্ল্ড। এম ভারত নিউজ

admin

৭১ তম বর্ষে পড়ল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। নানা দেশের সুন্দরীরা এই প্রতিযোগিতার দিকেই তাকিয়ে থাকেন বছরের পর বছর ধরে।

0 0
Read Time:2 Minute, 45 Second

৭১ তম বর্ষে পড়ল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। নানা দেশের সুন্দরীরা এই প্রতিযোগিতার দিকেই তাকিয়ে থাকেন বছরের পর বছর ধরে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে চমক হল একটাই, দীর্ঘ ২৭ বছর পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে ভারতের বুকে। শুক্রবারই সামনে আসে এই তথ্য। মোট ১৩০টি দেশের সুন্দরীরা এবার প্রতিযোগিতায় নাম দিয়েছেন। ১৯৫১ সাল থেকে শুরু হয় এই প্রতিযোগিতার সফর। রাতারাতি তা ভাইরাল হয়েছিল গোটা বিশ্বে। ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, মানসী চিল্লার, প্রত্যেকেই জিতেছিলেন এই খেতাব। কেবল রূপ নয়, বিচার করা হয় গুণ, উপস্থিত বুদ্ধি ও লক্ষ্য।

চলতি বছর শেষেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। দীর্ঘদিন পর ভারতের বুকে এই প্রতিযোগীতা ফেরায় হাসি ফিরল অনেকের মুখেই। ২৭ বছর আগে ভারতে তা অনুষ্ঠিত হয়েছিল। এবার গালা ইভেন্টের জন্য বেশ অন্যস্বাদের অন্য মাপের প্রস্তুতি নিচ্ছে ভারত। ৮ জুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিউ দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করেই তা মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।

এই প্রতিযোগিতা ও সংস্থার চেয়ারপারসন এবং সিইও মিস জুলিয়া মোর্লে জানান, তিনি ৩০ বছর আগে ভারতে এসেছিলেন, তখনই ভারতে বেশ পছন্দ হয়েছিল তাঁর। ২০২২ সালের বিশ্বসুন্দরী হয়েছিলেন ক্যারোলিনা বিলাস্কা, এদিনের বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন। চলতি বছর দেশের অন্যতম বিগ ইভেন্ট এটি হতে চলেছে। ভারতীয় প্রতিযোগিদের দিকে তাকিয়ে অনুরাগীরা। দেশের বুকে এই খেতাব জয়ের আশা সকলেই দেখে থাকেন। এবার দেখার কে যেতে এই অ্যাওয়ার্ড।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জকোভিচের ২৩ তম গ্র্যান্ড স্ল্যাম জয়, ইতিহাসের সাক্ষী রোলাঁ গারোজ। এম ভারত নিউজ

২০২৩ ফরাসী ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি জিতলেন নোভাক জকোভিচ। খেলার ফল ৭-৬, ৬-৩, ৭-৫।

Subscribe US Now

error: Content Protected