দেশের জনসংখ্যার প্রায় দশ শতাংশ মানুষকে টিকা দিয়ে ফেলতে পেরেছেন ইজরাইল সরকার। জনসংখ্যার পাশাপাশি সংক্রমনের দিক থেকেও পিছিয়ে ছিল এই দেশ। তবে সেই সংক্রমণ রোধের দিক থেকে এগিয়ে। এই তথ্য পাওয়া গিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সংস্থার কাছ থেকে। ইতিমধ্যেই প্রতি 100 জনের মধ্যে 11 জনকে টিকা দিতে সফল হয়েছে এই দেশ। এই দেশে টিকা করনের পদ্ধতি শুরু হয়েছিল অতিরিক্ত সাবধানে এবং খুব সচেতনতার সাথে। ওই সংস্থায় সমীক্ষার ফল জানাচ্ছে টিকাকরণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বাহরিণ।

তবে ইজরায়েলের মত দেশের সফলতা শিখরে পৌঁছে যাওয়া নিয়ে প্রশ্ন অনেকের মাথাতেই। ছোটদেশ জনসংখ্যা কম তাই সংক্রমণের হার কম। ইসরাইলের জনসংখ্যা প্রায় 90 লক্ষের মত। কুড়ি ডিসেম্বর থেকে টিকাকরণের কর্মসূচি শুরু করা হয়েছিল এই দেশে। তবে এই দেশের ক্ষেত্রেও নিয়ম একি। টিকাকরণের ক্ষেত্রে প্রথম শ্রেণীর অংশীদার অবশ্যই ডাক্তার এবং ফ্রন্টলাইন ওয়ার্কাররা। পরবর্তীতে টিকা দেয়া হয়েছে বৃদ্ধদের । ইজরাইল দেশ ছোট হলেও আগাগোড়াই তা টেকনোলজিতে মোরা এবং ভীষণভাবে ডিজিটালাইজড। সেই ক্ষেত্রে তাদের এই প্রকার সফলতা প্রাপ্তি অনেক সহজ হয়েছে।