0
0
Read Time:1 Minute, 14 Second
আগের তুলনায় কিছুটা ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুক্রবার নতুন করে আর ডায়ালিসিসের প্রয়োজন হয়নি বর্ষীয়ান অভিনেতার। হাসপাতাল সূত্রে খবর, শনিবার অভিনেতার অন্যান্য শারীরিক পরীক্ষানিরীক্ষার পর এ বিষয়ে ভাবনাচিন্তা করবেন চিকিৎসকেরা। কিডনির সমস্যার কারণে ইতিমধ্যে দু’বার ডায়ালিসিস করা হয়েছে সৌমিত্রর। সৌমিত্র ভেন্টিলেশনে থাকলেও, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তবে এখনই তাঁকে সংকটমুক্ত বলা যাবে না বলেই মত চিকিৎসকদের।
এদিন সকালেও তিনি চোখ খুলেছেন। ডাকে সাড়াও দিয়েছেন ফেলুদা। মূলত বয়স ও কো-মর্বিডিটিই অভিনেতার সুস্থতায় বেশ বেগ দিচ্ছে। করোনা আক্রান্ত হয়ে সৌমিত্র বেশ কিছু দিন ধরে ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।