তিনদিনের মার্কিন সফরে প্রধানমন্ত্রী। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 27 Second

কোয়াড সামিটের ৭৬তম অধিবেশনের উদ্দেশ্যে তিনদিনের মার্কিন সফরে রওনা হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।ইতিমধ্যেই দিল্লি ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন সফরে থাকছেন তিনি। গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি।এছাড়াও চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য তাঁর সঙ্গে এই সফরে উপস্থিত থাকছেন, বিদেশ সচিব হর্ষবর্ধন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল শ্রিংলা-সহ বেশ কয়েকজন।

মার্কিন সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী জানান ,সে দেশের উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে একটি বৈঠক করার আশা রাখছেন তিনি। সেখানেই দুই দেশের মধ্যে সমঝোতার মাধ্যমে কিভাবে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তিতে উন্নতি করা সম্ভব সেই বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। জানা যাচ্ছে এই প্রথম মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে কোয়াড সামিটে অংশগ্রহণ করতে চলেছেন তিনি। এছাড়াও উল্লেখযোগ্যভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর ।দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী সুগার সঙ্গেও। উপস্থিত সমস্ত দেশের প্রধানদের সঙ্গেই একটি বৈঠক করার কথা রয়েছে। মূলত কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে উভয় দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব তা নিয়েও আলোচনা হবে। এই আলোচনার মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তির বিষয়টিও নির্ধারণ করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিশ্বভারতী প্রসঙ্গে ক্ষুব্ধ কেন্দ্র, দিল্লিতে উপাচার্য। এম ভারত নিউজ

কলকাতা হাইকোর্টের আদেশে আপাতত নিয়ন্ত্রণে বিশ্বভারতীর অচলাবস্থা। অচলাবস্থা কাটার পরেই হঠাৎ পাঁচদিনের ছুটিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বুধবার থেকে গত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন তিনি। সূত্রের খবর, এই পাঁচদিন দিল্লিতে যাবেন উপাচার্য। এই পাঁচদিনে শিক্ষাভবনের অধ্যক্ষ তারাপ্রসাদ চট্টোপাধ্যায় সামলাবেন বিশ্বভারতীর উপাচার্য পদ। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় শিক্ষাদপ্তর থেকে দিল্লিতে ডেকে পাঠানো […]

Subscribe US Now

error: Content Protected