রাজ্য কমিটির বৈঠকে নয়া প্রস্তাব সিপিএমের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

প্রবীনদের অবসরের প্রস্তাব দেওয়া হল সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে। বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১এ ভরাডুবি হয়েছে সিপিএমের। আর এবার সেই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নবীন থেকে প্রবীণ সকলেই। আর সেই কারণেই সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে , প্রবীনদের অবসরের আবেদন জানানো হয়। মূলত সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে ৭৫ ঊর্ধ্ব, রাজ্য কমিটিতে ৭২ ও জেলা কমিটিতে ৭০ পার করলেই অবসর নেওয়ার প্রস্তাব জানানো হয়েছে। মূলত বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সভা মিটিং মিছিলে উপস্থিত থাকতে পারেন না নেতৃত্বরা। আর যুব সম্প্রদায়ের ওপর সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য তাঁদের ওপর দলের দায়ভার দেওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। জানা যায় আজ এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে চলেছে।

প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য কমিটির এই বৈঠকে গতকাল উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু এবং সীতারাম ইয়েচুরি। আর সেখানেই ২০২১ বঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। তিনি বলেন, একের পর এক প্রত্যেকটি নির্বাচনে সিপিএমের ভোটব্যাঙ্ক থাকে। এমনকি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্য থেকে একটি আসনও পাননি সিপিএমরা। আর সেই কারণেই আগামী দিনে কিভাবে নিজেদের দলকে পুনরায় নিজ তেজে ফিরিয়ে আনা যায়, তা নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন সিপিএমের উচ্চপদস্থ নেতৃত্বরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে অপসারিত মহুয়া দাস । এম ভারত নিউজ

অবশেষে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারিত হলেন মহুয়া দাস। আজ থেকে এই পদের দায়িত্বভার সামলানোর জন্য নয়া সভাপতি পদে নিযুক্ত করা হয় চিরঞ্জিব ভট্টাচার্যকে । জানা যাচ্ছে আগামী চার বছরের জন্য স্থায়ী সভাপতি পদে তাঁকে নিযুক্ত করা হল স্কুল শিক্ষা দপ্তরের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের […]

Subscribe US Now

error: Content Protected