সিনেমাজগতে পা রাখতে চলেছেন দেবশ্রী। হ্যাঁ ঠিকই পড়লেন। আসলে ইনি দেবশ্রী রায় নন, এনার নাম দেবশ্রী গঙ্গোপাধ্যায়। যিনি কিনা সম্পর্কে টলিউডের প্রথমসারির নায়িকা শুভশ্রীর দিদি। এর আগে অবশ্য রাজ চক্রবর্তীর পরিণীতা সিনেমার স্ক্রিপ্ট নির্বাচনে বোনের বরকে সাহায্য করেছিলেন বলে শোনা গিয়েছে। দেবশ্রীর পরিচালক বন্ধু রাজর্ষি দে-র সিনেমা ‘আবার কাঞ্চনজঙ্ঘা‘-তে তিনি ডেবিউ করবেন বলে জানা গেছে। নিজের ফেসবুক প্রোফাইলে ছবির ফার্স্ট লুক পোস্ট করে একথা জানিয়েছেন দেবশ্রী। জানা গেছে, এই সিনেমায় রয়েছেন বাংলার সব বড় বড় নক্ষত্ররা। তাঁদের সঙ্গেই পর্দায় ধরা দেবেন টলিউডের নতুন মুখ দেবশ্রীকে। এখানে তিনি পদ্মনাভ দাশগুপ্তের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। এছাড়া রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, বিদীপ্তা চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা। ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন দেবশ্রীর বোন শুভশ্রী। এখন দেখার দিদি কতটা দর্শকের মন জয় করতে পারেন।
রাজর্ষি দে’র ছবিতে অভিষেক হচ্ছে দেবশ্রীর । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 41 Second