করোনাকালীন কঠিন পরিস্থিতির ওপর নির্ভর করেই আগামী দিনে বিদ্যালয়ের সশরীরে পঠন-পাঠন নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানান তৃতীয় ঢেউয়ের ভয়াবহতার ওপরে নির্ভর করেই খুলবে বিদ্যালয়গুলি। সেক্ষেত্রে দুর্গা পুজোর পরেই খুলতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়গুলি। ২০২০ সালের ১৪ ই মার্চ রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিকে বন্ধ করার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। মাঝে পার হয়েছে দেড় বছর। শিশুদের এই বাল্য জীবন থেকে হারিয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য মায়ের বকুনি। হারিয়ে গেছে স্কুলের নতুন নতুন বন্ধু বানানো, শিক্ষকের ফেলে যাওয়া চকের টুকরোর জন্য মারামারি ,আবার টিফিনের সময় টিফিন ভাগ করে খাওয়া। বর্তমানে সমস্ত পঠন-পাঠন মাধ্যমটি অনলাইনের ওপর নির্ভর করেই চলছে।
উল্লেখ্য আজ তৃতীয় ঢেউয়ের বিষয়ে একটি রিপোর্ট পেশ করে জানানো হয়েছিল সেক্ষেত্রে আরও বাড়তে পারে ভয়াবহতা। তবে আজ নবান্ন থেকে ঠিক ভিন্ন সুরে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ,’ তৃতীয় ঢেউয়ের প্রভাব ভয়ঙ্কর না হলে পুজোর পরে স্কুল খোলার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মহারাষ্ট্র, কেরলের মত কয়েক রাজ্যের পরিস্থিতি ভাল নয়। পরিস্থিতি ঠিক থাকলে অবশ্যই পুজোর ছুটির পরেই খুলে দেওয়া হবে স্কুলগুলি।’