বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের পরই দিল্লি উড়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নেতৃত্বে বৈঠকে যোগ দেন তিনি। সোমবার বৈঠক শেষে নয়া দিল্লিতে দিলীপ ঘোষ বলেন, ‘ছোট সাংগঠনিক বৈঠক ছিল। অমিত শাহের রাজ্য সফরের পর যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তাকে সময় ধরে কী করে দলের জন্য কাজে লাগানো যায় তার পরিকল্পনা হয়েছে। বৈঠকে গৃহীত কর্মসূচি বুথস্তর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে বলেও এদিন জানান তিনি।
সূত্রের খবর, এদিনের বৈঠকে দিলীপ ঘোষ ছাড়াও হাজির ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেননরা। রাজনৈতিক মহলের মতে, অমিত শাহ বাংলায় এসে ২০০ আসনের লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছেন। আর তাই বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে দলের রণনীতি নির্ধারণের দায়িত্ব নিজেদের হাতে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেকারণে দফায় দফায় বৈঠক করে হোমওয়ার্ক সেরে রাখছে বঙ্গ বিজেপি।