
২০২০ তে করোনার প্রকোপে মৃত্যু মিছিল শুরু হয়েছিল, সাধারণ মানুষের পাশাপাশি একাধিক অভিনেতা অভিনেত্রীরও প্রাণ গিয়েছে| ২০২১ এ প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী শশীকলা ওম প্রকাশ সায়গল| মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় তাঁর|অভিনেত্রী শশীকলা ১০০ টির ও বেশি হিন্দি ছবি করেছেন, তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কারও| অভিনয় দক্ষতা দর্শকদের মন ছুঁয়েছিল, মৃত্যুতে শোকস্তব্ধ দর্শক মহল তথা বলিউড| ডাকু, রাস্তা, কাভি খুশি কাভি গাম এরকম বেশ কয়েকটি বিখ্যাত ছবিতে কাজ করে নিজের দক্ষতা ফুটিয়ে তুলেছিলেন|২০০৪ সালে অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, সালমান খান প্রভৃতি বিখ্যাত তারকারদের সাথে ‘মুঝসে শাদি কারোগি’ ছবিতে দেখা গিয়েছিল|এছাড়াও ‘বাদশাহ’ ছবিতে শাহরুক খানের মা এর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে| ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘তিন বাত্তি চার রাস্তা’ এবং ১৯৬৮ সালে ‘তিন বহুরানিয়াঁ’ তাঁর কেরিয়ারের অন্যতম ছবি|‘আয়ি মিলন কা বেলা’ ‘গুমরাহ’ ‘সুজাতা’ এবং ‘আরতি’ র মতো ছবিতেও প্রশংসা কুড়িয়েছেন তিনি|শুধু বড় পর্দাতেই সীমাবদ্ধ থাকেননি তিনি, ছোটো পর্দাতেও তাকে একাধিক অভিনয়ে দেখা গিয়েছে| ‘সোন পরি ’ ‘জিনা ইসিকা নাম হ্যায়’ এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন| অভিনয়ের দক্ষতায় তাঁর ঝুলিতে রয়েছে ‘পদ্মশ্রী’ সম্মান ও| ২০০৭ সালে তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন| সুতরাং, সেলেব মানুষটির চলে যাওয়াতে শোকের ছায়া বলিউডের অন্দরে|