তাহলে কি তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা ! বাড়ছে করোনার প্রকোপ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 25 Second

গত ২৪ ঘন্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬০০০ মানুষ। করোনাকালীন পরিস্থিতি নিয়ে দেশের স্বাস্থ্য দপ্তরের চিন্তার শেষ নেই। ইতিমধ্যেই গবেষকদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, করোনা সংক্রমনের মাত্রা বাড়তে থাকলে তৃতীয় ঢেউ আবশ্যক। যদিও সে ঢেউয়ের স্থায়িত্ব এবং ভয়াবহতা ঠিক কতটা হবে সে নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক জানিয়েছেন ভারতে প্যানডেমিক এন্ডেমিক পর্যায়ে পৌঁছেছে। সেক্ষেত্রে এই ভাইরাস কি সঙ্গে নিয়ে বাঁচতে শিখে যাবে সাধারণমানুষ। তবে গত ২৪ ঘন্টায়, করোনা সংক্রমনের মাত্রা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে পড়েছে স্বাস্থ্য দপ্তরের কপালে।

স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত বুলেটিনে জানতে পারা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা হল, ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭। পাশাপাশি বেড়েছে মৃত্যুর হারও ,গত ২৪ ঘন্টায় দেশে মোট মৃত্যু হয়েছে ৫০৯ জনের । সেক্ষেত্রে দেশে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৩৭ হাজার ৩৭০ জনের। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা, ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ৩২ হাজার ৯৯৮ জন। সেক্ষেত্রে দৈনিক আক্রান্তের সংখ্যা এবং সুস্থতার হারের অনুপাত বেশ কিছুটা কমে যাওয়ায় চিন্তিত স্বাস্থ্য বিভাগ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লক্ষ্য স্বর্ণপদক ! টেবিল টেনিস ফাইনালে ভাবিনা । এম ভারত নিউজ

স্বর্ণপদক জেতার স্বপ্নকে মনে নিয়েই টোকিও অলিম্পিকে টেবিল টেনিসের ফাইনালে পৌঁছলেন ভারতীয় প্যাডলার ভাবিনা প্যাটেল। জানা যাচ্ছে, ইতিমধ্যেই চিনা প্রতিযোগিনী মিয়াওকে পরাস্ত করেন তিনি। ইতিমধ্যেই টেবিল টেনিস মহিলা একক প্রতিযোগিতায় ভারতের জন্য রৌপ্য পদক নিশ্চিত করেছেন ভারতীয় এই প্যাডলার। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁর বাবা জানিয়েছেন, ফাইনাল প্রতিযোগিতায় স্বর্ণ অর্জন কেবলমাত্র […]
News_1034

Subscribe US Now

error: Content Protected