শাহী বৈঠকের দিনই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি মমতার! কি লিখলেন মুখ্যমন্ত্রী? এম ভারত নিউজ

admin

প্রায় ৩ মাস পর সেই চিঠির জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0 0
Read Time:2 Minute, 37 Second

লোকসভার আগেই কলকাতায় এসছেন অমিত শাহ। আজ বুধবার কলকাতার ধর্মতলায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর আজই শাহকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য তিনটি ভারতীয় আইন বদলের জন্য উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর সেই বিষয়েই আইন পরিবর্তন সংক্রান্ত তিনটি বিল সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে এবং এই আইন বদলের বিষয়ে চিঠি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও পাঠানো হয়। ২২ আগস্ট এই চিঠিই পাঠিয়েছিলেন অমিত শাহ। আর আজ প্রায় ৩ মাস পর সেই চিঠির জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি বলেছেন, আইন বদলের এই বিল পাশ করানোর ক্ষেত্রে যেন তাড়াহুড়ো না করা হয়। না হলে ভারতীয় মানুষের জনজীবনে প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, গত ১১ অগস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করে জানিয়েছিলেন, ১৮৬০ সালে তৈরি ‘ইন্ডিয়ান পেনাল কোড’ (ভারতীয় দণ্ডবিধি) প্রতিস্থাপিত হবে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ দিয়ে। ১৮৯৮ সালের ‘ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট’ (ফৌজদারি দণ্ডবিধি) প্রতিস্থাপিত হবে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ দ্বারা এবং ১৮৭২ সালের ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট’ (ভারতীয় সাক্ষ্য আইন) প্রতিস্থাপিত হবে ‘ভারতীয় সাক্ষ্য বিল’-এ। সামনেই সংসদের শীতকালীন অধিবেশন আর তাতেই এই বিল পাশ করানোর চিন্তা ভাবনা করছে কেন্দ্র। তা যাতে না করা হয় তাই জানিয়েই মোদি সরকারকে চিঠি দিলেন মমতা। তাঁর কথায়, ‘‘আইন বদলের এই উদ্যোগ ভারতীয় জনজীবনকে প্রভাবিত করতে পারে। তাই চূড়ান্ত সতর্কতা বজায় রেখেই এ ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে।’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবার পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলরের বাড়িতে CBI হানা! এম ভারত নিউজ

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অঙ্গ হিসাবেই তল্লাশি চালানো হচ্ছে

Subscribe US Now

error: Content Protected