চৈত্রের গরমেই গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। মার্চের শেষেই গরমে নাজেহাল বাংলা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিন আরো উত্তাপ বাড়বে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কিছু জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে ওই জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। ঝোড়ো হাওয়ার জেরে মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, কালিম্পং, মালদায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সাথে বইতে পারে ৩০-৪০কিমি বেগে হাওয়া।
