Read Time:48 Second

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত নারকেল ডাঙা বস্তির কয়েকাংশ । পুড়ে গিয়েছে প্রায় ৫০টি ঝুপড়ি । ভোর ৫টা নাগাদ আগুন লাগে বস্তিতে । খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । খবর পেয়ে দমকল মন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে পৌঁছোন । বস্তির মাঝে আগুন লাগায় দু’দিকে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলেও দমকল কর্মীদের তৎপরতায় তা আটকানো সম্ভব হয়েছে । তবে, কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

