0
0
Read Time:1 Minute, 16 Second
নিজস্ব প্রতিনিধি,বিধাননগর:সব্যসাচী দত্ত যখন প্রচারে ব্যস্ত, তখন পিছিয়ে নেই বিধান নগরে তার প্রধান প্রতিপক্ষ সেখানকার তৃণমূল প্রার্থী ও রাজ্যের বর্তমান দমকলমন্ত্রী সুজিত বসুও।
আজ সকালে স্থানীয়দের সঙ্গে বসন্ত উৎসবে একে অপরকে আবির লাগিয়ে উৎসবে শামিল হলেন তিনি। শুধু তাই নয়, সকল বয়স-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে এক বিশেষ সম্পর্কের বাতাবরণ-এর নজির গড়ার চেষ্টা করলেন তিনি আজ দোল উৎসবের মাধ্যমে। এর পাশাপাশি আগামীকাল হোলি উৎসব উপলক্ষে লেকটাউনে উপস্থিত থেকে উৎসব পালন করবেন বলে জানালেন তিনি। রং খেলার সাথে সাথেই আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে জনসংযোগও করবেন বলে এদিন জানিয়েছেন তিনি।
এখন এটাই দেখার, এই অভিনব প্রচার-এর মাধ্যমে জনসাধারণের মন জিততে কতটা সক্ষম হন তিনি।