দেশজুড়ে করোনা সংক্রমণকে ঠেকাতে রাজ্যগুলিতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে| এবার থেকে সরাসরি টিকা উৎপাদনকারী সংস্থা থেকে সরাসরি করোনার টিকা কিনতে পারবে রাজ্য। সোমবার কেন্দ্রের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। তবে কেন্দ্রকে উৎপাদনের ৫০ শতাংশ ভ্যাকসিন সরবরাহ করতে হবে।
বাকি ৫০ শতাংশের মধ্যে থেকে রাজ্যগুলি টিকা কিনতে পারবে| ঠিক সময়মতো কেন্দ্র যাতে ভ্যাকসিন সরবরাহ করতে পারে সেইজন্যই এই ব্যবস্থা। সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির মাধ্যমে রাজ্যগুলিকে কেন্দ্র ভ্যাকসিন সরবরাহ করবে৷ বাকি ভ্যাকসিন সরাসরিই কিনতে পারবে রাজ্যগুলি।এমনকি খোলা বাজারেও ভ্যাকসিন বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
ভ্যাকসিনের দাম এবং কতটা ডোজ পাওয়া যাবে, তার উপর ভিত্তি করেই ভ্যাকসিন সরবরাহ করা হবে। সেই মতোই রাজ্য, বেসরকারি হাসপাতাল এবং শিল্প প্রতিষ্ঠানগুলি কোভিড ভ্যাকসিনের ডোজ কিনতে পারবে সরাসরি উৎপাদক সংস্থার কাছ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন। এরপরই জানানো হয় যে এবার ১৮ বছরের উপরে যে কেউ টিকা নিতে পারবে|