গত বাজেট অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা চলাকালীন তৃণমূল ও বিজেপি দুই দলের বিধায়কদের মধ্যে হাতাহাতি চালু হয়। সেই সময় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সহ 7 জন বিজেপি বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড করেন। তারপর বিজেপির বিধায়করা হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট জানিয়ে দেয় বিধানসভার রীতি অনুযায়ী সাসপেনশন তুলতে হবে। এবং বিজেপি বিধায়করা বিধানসভার স্পিকারের কাছে সাসপেনশন তোলার আবেদনও জানান। এই অধিবেশনের শুরুর দিকেই এই আবেদন জানালেও সে সময় কোনো লাভ হয়নি। সোমবার নতুন করে সাসপেনশন তোলার আবেদন জানালে স্পিকার বলেন, সাসপেনশন তোলার পদ্ধতিতে ভুল ত্রুটি আছে এবং বলেন যে আবার নতুন করে সাসপেনশন তোলার আবেদন জানাতে। বৃহস্পতিবার ফের বিজেপি বিধায়করা সাসপেনশন তোলার আবেদন জানালে তৃণমূল বিধায়কদের মতদানের ভিত্তিতে বিজেপির সাতজন বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করা হয়। এবার বিজেপির 7 জন বিধায়কই যোগ দিতে পারবেন চলতি অধিবেশনে। চলতি অধিবেশন চলবে 26 শে জুন পর্যন্ত।
প্রত্যাহার করা হল সাত বিজেপি বিধায়কের সাসপেনশন । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 44 Second