0
0
Read Time:1 Minute, 21 Second
সেপটিক শকে রয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । রবিবার জানানো হয়েছিল, তাঁর শারীরিক অবস্থা একই রকম রয়েছে কিন্তু আজ সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে, গতকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে । ফুসফুসে সংক্রমণের দরুণ তাঁর সেপটিক শক হয়েছে এবং রক্তচাপও খুব কম। এখনও গভীর কোমা ও ভেন্টিলেটরের সাপোর্টে রয়েছেন তিনি ।
গত রবিবার সকালে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে আশার খবর দিয়েছিলেন। বলেছিলেন, আগের দিন হাসপাতালে গিয়ে তিনি তাঁর বাবাকে দেখে এসেছেন । পরিস্থিতির উন্নতি হয়েছে । ভগবানের কৃপা এবং সাধারণ মানুষের শুভেচ্ছায় প্রণব মুখোপাধ্যায় দ্রুত বাড়ি ফিরে আসবেন । কিন্তু, এরই মধ্যে এতটা শারীরিক অবনতির কথা জানায় শোকাহত রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রত্যেকেই ।