কয়লাপাচারকাণ্ডে চলছে সিবিআই জেরা। আর তদন্তকারীদের সেই জেরার মুখে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ইসিএলের কুনুস্তোরিয়া এলাকার সিকিওরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়ের।
প্রসঙ্গত আজ কয়লাপাচারকাণ্ডে তদন্তে নেমে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, রানিগঞ্জ, দুর্গাপুর, আসানসোল–সহ রাজ্যের ৩০টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। সেই মোতাবেক জামুরিয়ার ইসিএলের কুনুস্তোরিয়ার সিকিওরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়ে কোয়ার্টারে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, তাঁকে জেরা করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। ইসিএলের কালনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। প্রসঙ্গত এদিন একইসঙ্গে ইসিএলের ৪ জেনারেল ম্যানেজারের বাড়িতেও হানা দেয় সিবিআই।
এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড, বিহারেও তল্লাশি চালাচ্ছে সিবিআইয়ের ২২টি দল। সম্প্রতি কয়লাপাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার খোঁজে এরাজ্যের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়।