মাঝ গঙ্গায় ফাইভ স্টারের বিলাসিতা, চালু ‘গঙ্গা বিলাস’। এম ভারত নিউজ

Mbharatuser

বিলাসবহুল প্রমোদতরী ‘এমভি গঙ্গা বিলাসে’র যাত্রা শুরু।

0 0
Read Time:2 Minute, 55 Second

বিলাসবহুল প্রমোদতরী ‘এমভি গঙ্গা বিলাসে’র যাত্রা শুরু। শুক্রবার সকাল ১০টায় ভার্চুয়ালি এম ভি গঙ্গা বিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলপথ, বন্দর ও জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্যরা।

ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় ৩২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই অত্যাধুনিক জাহাজটি। দুই দেশের মধ্যে থাকা ২৭টি নদীও অতিক্রম করবে এই যাত্রা। বারাণসীর রবিদাস ঘাটে, বিলাসবহুল গঙ্গা বিলাস ক্রুজটি ৩১ জন যাত্রী নিয়ে ৫১ দিন ধরে যাত্রা করবে। প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখানো হবে। পর্যটকরা কেবল গঙ্গার তীর দেখতে পাবেন এমন না, এখানকার সংস্কৃতিরও আভাস পাবেন।

তবে ক্রুজটি নামে যেমন বিলাস, দামেও ঠিক তেমন। ক্রুজে যাত্রার জন্য একদিনের ভাড়া গুনতে হবে ৫০ হাজার টাকা। ক্রুজটিতে হাই-টেক নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং সম্পূর্ণ বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে। এমনকি ক্রুজে গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, জিম ইত্যাদির সুবিধাও থাকছে।

এদিন উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই যাত্রার মধ্য দিয়ে আমরা ভারতের ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব ছবি দেখতে পাব। যাঁরা ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের অভিজ্ঞতা নিতে চান, তাঁদের জন্য এটি দুর্দান্ত সুযোগ।” বিলাসবহুল এই প্রমোদতরীতে বারাণসী থেকে কলকাতা পর্যন্ত একমুখী যাত্রা বা বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত রাউন্ড ট্রিপের সুবিধা রয়েছে। পর্যটকরা ওয়েবসাইট থেকে এই ক্রুজটি বুক করতে পারবেন। এই জাহাজটি বছরে পাঁচবার ভ্রমণ করবে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবার উদ্ধার ১১ কোটি! তলব তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে। এম ভারত নিউজ

যদিও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে আয়কর দপ্তর তলব করেছে বলেই অভিযোগ করেন জাকির হোসেন।

Subscribe US Now

error: Content Protected