রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে চলেছে আমেরিকা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 35 Second

রাশিয়ার কাছ থেকে এবার তেল আমদানি বন্ধ করতে চলেছে আমেরিকা এমনটাই জানা গিয়েছে । আজ মঙ্গলবার আমেরিকার সময়ানুযায়ী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন । জানা গিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের হাত থেকে নিস্তার পেতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউরোপ ও আমেরিকার সমস্ত দেশকে অনুরোধ করেছিলেন, তারা যেন রাশিয়া থেকে মাল আমদানি করা বন্ধ করে দেয়। সেই অনুরোধের পরেই আমেরিকার এই সিদ্ধান্ত। তেল কেনা বন্ধ করলে রাশিয়ায় সরাসরি অর্থের যোগানে অনেকটা আঘাত করা যাবে। মার্কিন প্রশসনের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বৈঠকে বসবেন বাইডেন তারপরেই নেওয়া হবে সিদ্ধান্ত । রাশিয়া থেকে আমদানি করা জৈব জ্বালানি ইউরোপে ব্যাবহৃত জ্বালানির এক তৃতীয়াংশ। অতএব এই দেশগুলি রাশিয়ার সঙ্গে এই ধরণের বাণিজ্যিক সম্পর্ক ত্যাগ করলে পুতিনের রাষ্ট্র বেশ সমস্যায় পড়তে পারে বলেই মনে করা হচ্ছে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অসম নির্বাচনে বিরাট সাফল্য বিজেপির । এম ভারত নিউজ

অসম পুরসভা নির্বাচনে দুর্দান্ত সাফল্য পদ্ম শিবিরের । ৮০টি পুরসভার মধ্যে ৭৭ টিই গিয়েছে বিজেপি-র দখলে। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস একটি পুরসভায় বোর্ড গঠনে এগিয়ে। অসম গণ পরিষদ এগিয়ে মাত্র ২টি পুরসভায়। অসমের মোট ৯৭৭ আসনের মধ্যে বিজেপির দখলে গিয়েছে ৮০৭টি। কংগ্রেসের দখলে গিয়েছে মাত্র ৭১টি আসন। অন্যান্য এবং […]

Subscribe US Now

error: Content Protected