0
0
Read Time:1 Minute, 8 Second
কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধীতা, পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পাশাপাশি রাজ্যে বিদ্যুতের মাসুল কমানো সহ একাধিক দাবিতে যৌথ সভা করল বাম-কংগ্রেস। রবিবার সদর হাওড়ার সাঁকরাইল কিশোর সংঘ প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়। কৃষি আইনকে কালা আইন ঘোষণার পাশাপাশি আইন বাতিলের দাবি জানায় বাম কংগ্রেস নেতৃত্ব। এদিনের কর্মসূচি থেকে কর্মীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি জোটের বার্তা স্পষ্ট করেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। উপস্থিত ছিলেন সারা ভারত অগ্রগামী ব্লকের রাজ্য নেত্রী ডলি রায়,কংগ্রেস জেলা সভাপতি পলাশ ভান্ডারি, কংগ্রেস নেতা ঋজু ঘোষাল সহ অন্যান্যরা।