রাজ্যসভায় সাংসদদের উপস্থিতিতে হুইপ জারি করল বিজেপি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 31 Second

অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্য রাজ্যসভায় বিজেপি সাংসদদের উপস্থিতিতে হুইপ জারি করল বিজেপি। বাদল অধিবেশনের একেবারে শেষ প্রান্তে এসে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে বিজেপি। জানা যাচ্ছে যে আজ এবং আগামীকাল এই দুইদিন বিজেপি সাংসদের রাজ্যসভায় উপস্থিতির জন্য আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল এই বিষয়ে রাজ্যসভায় একটি তিন লাইনের হুইপ জারি করা হয়েছে। এই হুইপের মাধ্যমে প্রস্তাবিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ” এতদ্বারা রাজ্যসভার সকল বিজেপি সাংসদদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, “মঙ্গলবার রাজ্যসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। তাই আগামী মঙ্গলবার এবং বুধবার রাজ্যসভার সব বিজেপি সাংসদকে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। মূলত সরকারকে সমর্থন করার জন্য উপস্থিত থাকতে হবে সাংসদদের।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৩ ই আগস্ট শেষ হতে চলেছে বাদল অধিবেশন। আর তার আগেই এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে কেন্দ্র সরকার। উল্লেখ্য বাদল অধিবেশনের সূচনাপর্ব থেকেই রাজ্যসভায় এক বিরোধীজোটের হাওয়া বইতে শুরু করেছে। যার ফলে পেগাসাস ইসু থেকে শুরু করে কেন্দ্রীয় কৃষি বিল প্রত্যেক বিষয়ের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সরকারকে। শুধু তাই নয় নবনির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করাতে গিয়েও বাধা প্রাপ্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই কারণেই বাদল অধিবেশনের শেষ কয়েক দিনে একটি পাকাপোক্ত জায়গা তৈরি করে নিতে সমস্ত সাংসদদের উপস্থিতির জন্য আবেদন জানাচ্ছে কেন্দ্র সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারতে উপস্থিত বিদেশিদের টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের । এম ভারত নিউজ

ভারতে উপস্থিত বিদেশীদের জন্য বড় খবর নিয়ে এল কেন্দ্র সরকার। জানা যাচ্ছে ভারতে উপস্থিত বিদেশীরাও পেতে চলেছেন ভারতীয় টিকা। করোনাকালীন কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক। গতকালই এই বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে। জানা যাচ্ছে আগামী দিনে কোউইন অ্যাপের মাধ্যমে […]
news_709

Subscribe US Now

error: Content Protected