0
0
Read Time:1 Minute, 24 Second
করোনা মোকাবিলায় এবার দক্ষিণ কোরিয়া প্রশাসনের নয়া উদ্যোগ । লঞ্চ করা হল স্মার্ট বাস স্ট্যান্ড। সিওল শহর জুড়ে দশটি স্মার্ট স্ট্যান্ড তৈরি করেছে সরকার । প্রায় প্রতিদিন ৩০০-৪০০ যাত্রী যাতায়াত করেন ওই জায়গা দিয়ে ফলে অনেকটাই সংক্রমণ আটকানো সম্ভব হবে বলেই মনে করছে কোরিয়া ।
কি কি সুবিধা থাকছে এই নতুন ধরণের বাস স্ট্যান্ডে, দেখে নিন—
রয়েছে স্মার্ট স্ক্রিন, যাত্রীদের তাপমাত্রা ৯৯.৫ ফারেনহাইট এর নীচে আছে কিনা, তা পরীক্ষার জন্য থার্মাল ইমেজ ক্যামেরা, ফ্রি ওয়াই ফাই । ক্যামেরা স্মার্ট স্ট্যান্ডের দরজার সামনে লাগানো থাকবে ফলে যাত্রীর প্রবেশে এয়ার কন্ডিশন সিস্টেমের সঙ্গে থাকা ইউভি ল্যাম্প সব ধরনের জীবানু মেরে ফেলবে । তবে অবশ্যই স্ট্যান্ডের ভেতরে সকলকে নির্দিষ্ট দুরত্ব মেনে দাঁড়াতে হবে। পাশপাশি ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।