সরকারকে সময় বেঁধে দিল কৃষকরা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 56 Second

অব্যাহত কৃষকদের আন্দোলন। এবার মোদি সরকারকে সময় বেঁধে দিল আন্দোলনকারীরা। বৃহস্পতিবারের মধ্যে যদি সরকার তাদের দাবি মত কৃষি আইন প্রত্যাহার না করে তবে দেশের বিভিন্ন অংশে রেল অবরোধের হুঁশিয়ারি দিয়েছে তারা। কৃষকদের সংগঠনগুলির আলোচনায় এই সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সংযুক্ত কৃষক মঞ্চের তরফে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে কৃষিমন্ত্রী নরেন্দ্রসিং তোমর সাংবাদিক বৈঠক করে জানান, ‘‘আমরা সমস্ত অহং সরিয়ে কৃষকদের সঙ্গে কথা বলছি। তবে কৃষকরা তাদের দাবিতে অনড়। আইনের যে অংশে সমস্যা রয়েছে বলে কৃষকরা মনে করছেন, সেই অংশটি নিয়ে সরকার আলোচনা করতে রাজি আছে।’’ তবে রাজ্যসভা ও লোকসভায় বিস্তারিত আলোচনার পরই যে বিল আইনে পরিণত হয়েছে তাও এদিন স্মরণ করিয়ে দেন কৃষিমন্ত্রী। এরপরেও যদি কৃষকদের কোনও প্রস্তাব থাকে তাহলে তা লিখিত দিতে অনুরোধ করেন তাদের। সেক্ষেত্রে আইনের যে কোনও দিক নিয়েই সরকার আলোচনা করতে রাজি আছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার বিক্ষোভ চলছে দেশজুড়ে। দফায় দফায় সরকারের সঙ্গে বৈঠকও মেলেনি রফাসূত্র। এই পরিস্থিতির মধ্যে নতুন করে সরকারকে সময় বেঁধে দিল আন্দোলনকারীরা। তবে এতে জট কাটবে কিনা তা স্পষ্ট নয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রচারের অন্যতম হাতিয়ার 'রিপোর্ট কার্ড' প্রকাশ করল তৃণমূল । এম ভারত নিউজ

গত দশ বছরের তৃণমূল সরকারের কাজের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড পেশ করল দল। বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের সাংসদ-বিধায়কদের উপস্থিতিতে রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়। গত দশ বছরে দশটি ক্ষেত্রে সরকারের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরলেন সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সীর মতো শীর্ষ নেতারা। শিক্ষা-স্বাস্থ্য ক্ষেত্রে নানান উল্লেখযোগ্য পদক্ষেপের কথা তুলে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected