এবার ভারতীয় বায়ুসেনার বিমান বানাবে টাটা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 11 Second

এবার স্পেনের সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’-এর সঙ্গে হাত মেলাল টাটা। স্পেনের সংস্থার সাথে যৌথ ভাবে ভারতীয় বায়ুসেনার জন্য বিমান বানাবে টাটা গোষ্ঠী। শুক্রবার এ বিষয়ে দুই সংস্থার মধ্যে চুক্তি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ভারত ভূষণ বাবু এই চুক্তি সইয়ের কথা জানিয়ে টুইটও করেছেন।

‘টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড’ (টিএএসএল)-এর তরফ থেকে জানানো হয়েছে, ২০ হাজার কোটি টাকার চুক্তি অনুযায়ী আগামী ১০ বছরে স্পেনের বিমান নির্মাতা সংস্থাটির সঙ্গে যৌথ ভাবে ভারতে মোট ৪০টি সি-২৯৫ মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহণ বিমান বানাবে টাটা গোষ্ঠী। ৫ থেকে ১০ টন ক্ষমতা সম্পন্ন এই নয়া স্পেনীয় বিমানগুলি ভারতীয় বায়ুসেনার পাঁচ দশকের পুরনো ‘অ্যাভ্রো-৭৪৮’-এর বিকল্প হবে বলেই প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর।

চলতি মাসের গোড়ার দিকে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির তরফ থেকে ভারতীয় বায়ুসেনার জন্য স্পেন থেকে ৫৬টি সি-২৯৫ পরিবহণ বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, এর মধ্যে ১৬টি বিমান ‘উড়ানের উপযুক্ত অবস্থায়’ আমদানি করা হবে স্পেনের নির্মাতা সংস্থার থেকে। বাকি ৪০টি ওই সংস্থার সহযোগিতায় ভারতেই বানানো হবে। এবার সেই কর্মসূচিরই অংশীদার হতে চলেছে টাটা গোষ্ঠী পরিচালিত টিএএসএল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আমাকে ৬ মাসের মধ্যে বিধায়ক হতে হবে : মুখ্যমন্ত্রী । এম ভারত নিউজ

সামনেই ভবানীপুরের উপ নির্বাচন। তৃণমূলের অন্যান্য নেতানেত্রীদের সঙ্গে নিজেও পাল্লা দিয়ে প্রচারে নেমেছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ প্রচার সভায় দাঁড়িয়ে কার্যত বিজেপি ও সিপিআইএম কে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, ৩৪ বছরে বাম সরকার কিছু করেনি। তেমনি বিজেপি সরকার তাকে হঠানোর ষড়যন্ত্র করছে। ফের তিনি ভবানীপুরের মানুষের কাছে […]

Subscribe US Now

error: Content Protected