0
0
Read Time:1 Minute, 29 Second
আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার টুলা গ্রামের আনন্দ মোহন সাহুর বাড়ির পাশের একটি পুকুরে একটি পাথরের মূর্তি ভাসতে দেখেন গ্রামবাসীরা । সেই পাথরের মূর্তিকে দেখতেই সোশাল ডিস্টেন্সিং ভুলে ভিড় করেন গ্রামবাসীরা ।
পরে আনন্দ মোহন বাবু নিজের তুলসী মন্দিরে মূর্তিতিকে তুলে এনে রাখলে সেটিকে কোন দেবদেবীর মূর্তি হিসেবে বিবেচনা করে মাস্ক এবং করোনা পরিস্থিতির কথা প্রায় ভুলেই সেটিকে দেখার জন্যে আশপাশের চার থেকে পাঁচটি গ্রামের মানুষ ভিড় জমান । শুধু দেখাতেই থামা নয়, চলছে প্রণামী দেওয়ার কাজও । গ্রামবাসীদের ধারণা ভগবান দেখা দিয়েছেন । কারণ, পাথরের কোন বস্তু ভাসতে পারেনা । পাথরের বস্তুটির ভাসমান হওয়াটাই বুঝি একতি অলৌকিক ঘটনা । অনেকের মন্তব্য এই মূর্তিকে কেন্দ্র করে মন্দির প্রতিষ্ঠা করা উচিত । আবার অনেকে বলছেন এই মুহূর্তে দর্শন করলে নাকি পূর্ণ লাভ হবে।