এ-বছরই এনডিএ পরীক্ষায় বসবেন মহিলারা, নির্দেশ আদালতের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 16 Second

চলতি বছরের নভেম্বরেই নিতে হবে মহিলাদের এনডিএ পরীক্ষা।মহিলাদের এনডিএ পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ার আদেশ বাতিল করা যাবেনা এমনটাই জানাল দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই মহিলাদের এনডিএ পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল, যাতে চলতি বছরের নভেম্বর মাসের মহিলা পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার নির্দেশ না দেওয়া হয় । পরবর্তী বছর থেকে নির্দিষ্ট নিয়ম মেনেই মহিলাদের পরীক্ষা নেওয়া হবে। তবে আদালতের তরফ থেকে জানানো হয়েছে এনডিএ পরীক্ষা দেওয়ার অনুমতির অন্তর্বর্তীকালীন আদেশ বাতিল করা সম্ভব নয়। প্রার্থীদের এই বছরের নভেম্বরে এনডিএ প্রবেশিকা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

উল্লেখ্য সেনার বিভিন্ন মহলে মহিলাদের স্থান থাকলেও, এনডিএতে মহিলাদের স্থান কোনও কালেই দেয়নি কেন্দ্র সরকার। আর তাই নিয়ে দেশের শীর্ষ আদালতের কাছে চূড়ান্ত ভর্ৎসনার শিকার হতে হয় কেন্দ্রকে। আর সেখানেই দ্রুত এই পরীক্ষায় মহিলাদের অন্তর্গত করার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্র সরকারকে। সেই প্রস্তাবে রাজি হলেও চলতি বছরের নভেম্বর মাসেই পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানায় কেন্দ্র সরকার । তবে আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, চলতি বছর নভেম্বর মাসের পরীক্ষাতেই অংশগ্রহণ করবে ভারতীয় মহিলারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুজোর পাঁচ দিন নিজেকে করে তুলুন অনন্যা, জেনে নিন টিপস্ । এম ভারত নিউজ

পুজোর সময় নিজেকে অন্যদের থেকে ডিফারেন্ট দেখতে কে না চান! তবে ওই পাঁচটা দিন নিজেকে সকলের চোখে অনন্যা করে তুলতে মেক আপের ভূমিকা অনবদ্য। কোন পোশাকের সঙ্গে কি মেক আপ চলবে তার খুঁটিনাটি বর্ণনা দিচ্ছেন রূপ বিশেষজ্ঞরা। পুজোর রাতে তো জমকালো সাজ আছেই তবে পুজোর সকাল আর দুপুরের সাজটাও কিন্তু […]

Subscribe US Now

error: Content Protected