বাতিল হল CBSE এর দ্বাদশের পরীক্ষা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 46 Second

বাতিল করা হল CBSE এর দ্বাদশ শ্রেণির পরীক্ষা। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চপর্যায়ের বৈঠকের পরই একথা ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা দপ্তর। করোনা পরিস্থিতিতে যাতে কোনোভাবেই বাইরে না বেরোতে হয় পরীক্ষার্থীদের সেই কারণেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র। যদিও কীসের ভিত্তিতে হবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন, তা এখনও ঠিক করা হয়নি বলেই জানা যাচ্ছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যয় গোটা দেশ। সংক্রমনের পরিমান কিছুটা কমলেও এখনও সম্পুর্ণ নিয়ন্ত্রনে আসেনি পরিস্থিতি। তাই পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে কোনোরকম ঝুঁকিই নিতে চায়না সরকার। তার দশমের পর এবার বাতিল করা হল দ্বাদশের পরীক্ষাও। যদিও এদিন জানানো হয়, সরকারের করা মূল্যায়নে বা নাম্বারে সেই সন্তুষ্ট না হলে সে আবার পরীক্ষা দিতে পারবে পরিস্থিতি স্বাভাবিক হলে। যদিও কীভাবে করতে হবে এই আবেদন তা স্পষ্ট নয় এখনও। কিছুদিন আগেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সম্ভাব্য দিন ঘোষণা করেছে রাজ্য। পরীক্ষা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছেনা বাংলায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের স্থগিতাদেশ জারি মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার। এম ভারত নিউজ।

পিছিয়ে গেল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণার সময়। পূর্বঘোষণা অনুযায়ী আজ দুপুর দুটোয় যৌথভাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উভয় পরীক্ষার সূচি প্রকাশ করার কথা ছিল। কিন্তু বর্তমানে এই সূচি প্রকাশের কর্মসূচিতে স্থগিতাদেশ দেওয়া হল। ইতিমধ্যেই শিক্ষা দপ্তর সূত্রে খবর, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা […]

Subscribe US Now

error: Content Protected