হাফ প্যান্ট পরেই টিকা নিলেন সোনারপুরের শীর্ষনাথ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 15 Second

টিকা নিতে এসে শালীনতা বজায় রাখতে হবে পুরুষ মহিলা নির্বিশেষে। নোটিশ মারফত এমনটাই জানিয়ে দেয় সোনারপুর পুরসভা, কিন্তু নিয়ম ভেঙে গত শুক্রবার হাফপ্যান্ট পড়ে টিকা নিতে আসায় বাঁধলো বিরোধ। টিকা পেলেন না অসুস্থ মাকে নিয়ে আসা বছর পঁচিশের যুবক শীর্ষনাথ। আজ সসম্মানে টিকা গ্রহণ করলেন শীর্ষনাথ। তবে পরনে ছিল সেই হাফপ্যান্ট। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে সোনারপুর পুরসভা চত্বরে অসুস্থ বৃদ্ধা মাকে নিয়ে ভ্যাকসিনের ডোজ নিতে আসেন শীর্ষনাথ। কিন্তু “অশালীন ” হাফপ্যান্ট পড়ে আসায় তাকে ঢুকতে দেননি নিরাপত্তা রক্ষীরা। এমনকি আদেশ দেওয়া হয় চুপচাপ বাড়ি ফিরে যেতে।যদিও অনেক অনুরোধের পর বৃদ্ধাকে টিকা দেওয়া হয়।

এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেন রাজপুর – সোনারপুর পুরসভার প্রশাসক মন্ডলীর এক সদস্য। তিনি জানান,পুরসভার আধিকারিকদের ক্ষেত্রে এই নির্দেশিকা থাকলেও টিকা গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়। গত জুলাই মাসে পুরসভার বাইরের গেটে নোটিশ ঝোলানো হয়েছিল, অশালীন বা দৃষ্টিকটু পোশাক পরা যাবে না। যার জেরে শুধু পুরুষরাই নন মহিলারাও পরেছিলেন ফাঁপরে। নোটিশ কার্যকর রয়েছে এখনও।সেই নোটিশ মোতাবেক দায়িত্বে থাকা কর্মীরা বাঁধা দেন শীর্ষনাথকে। তবে আজ দ্বিতীয় ডোজের টিকা পেয়ে ভারী খুশি ওই যুবক। তিনি বলেন,বাবা শয্যাশায়ী ,মা অসুস্থ। আমার হয়রানির খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই আজ পরিষেবা পেলাম।

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দুর্গাপূজা নিয়ে চিন্তায় প্রবাসী বাঙালিরা ! । এম ভারত নিউজ

ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে করোনাকালীন তৃতীয় ঢেউ । আর সেই পরিস্থিতিতে এবার প্রবাসী বাঙ্গালীদের মাথায় চিন্তার ভাঁজ ফেলে বন্ধ হল দিল্লির গণেশ চতুর্দশীর অনুষ্ঠান । ইতিমধ্যেই করোনা পরিস্থিতির ভয়াবহতা বৃদ্ধি হতে পারে, এমনটা ভেবেই দিল্লির গণেশ চতুর্দশীর অনুষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি সরকারের তরফে। ডিবিএমএ-র তরফ থেকে […]
News_1234

Subscribe US Now

error: Content Protected