ফের ধর্ষণ হাথরসে। এবার ঘটনাস্থল সাসনি। চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে।
অভিযোগ, শিশুটি যখন বাড়ির উঠানে খেলা করছিল তখন ওই প্রতিবেশী শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ। পরে শিশুটি বাড়ি ফিরলে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকদের সঙ্গে কথা বলে জানতে পারেন শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে, ঠিক একমাস আগে ১৪ সেপ্টেম্বর চার উচ্চ বর্ণের যুবকের গণলালসার শিকার হয়েছিলেন হাথরসের উনিশ বর্ষীয়া দলিত তরুণী। পৈশাচিক অত্যাচারের জেরে ২৯ সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে মারা যান ওই তরুণী। তিন দিন হল সেই মামলার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। মঙ্গলবার সিবিআইয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যান।
