‘সৎ’ ইঞ্জিনিয়ারদের দিয়ে গঙ্গা সংস্কারের প্রস্তাব মমতার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 42 Second

নবান্নে আসা যাওয়ার পথে ভাঁটায় আদিগঙ্গার কালো জল দেখে খারাপ লাগে মমতার। তাই এবার গঙ্গা এবং খালগুলি সংস্কারের প্রস্তাব দিলেন তিনি। বিশেষজ্ঞ কমিটি তৈরি করে কীভাবে অতি দ্রুত গঙ্গা এবং খাল গুলি সংস্কার করা যায় সেব্যাপারে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জোর দিয়েছেন “সৎ” ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ করানোতেও। মুখ্যমন্ত্রীর দাবী গঙ্গা এবং খালগুলিতে আবর্জনা ফেলার কারণে এক পষলা বৃষ্টিতেও সমস্যায় পড়েন সাধারণ মানুষ। আর বর্ষাতে সেই সমস্যাই বেড়ে যায় বহুগুন। এদিন তিনি ফিরহাদ হাকিমের থেকে গঙ্গা সংস্কার সংক্রান্ত তথ্য চাইলে ফিরহাদ হাকিম জানান বাম আমলে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হলেও বহু বছর ধরে মুখ থুবড়ে পড়ে আছে তা। সেগুলিকে পুনর্বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। তবে “সৎ” ইঞ্জিনিয়ারদের দিয়েই করাতে হবে কাজ, একথা বারবার বলতে শোনা যায় তাঁকে। এসমস্ত কাজগুলি করার জন্য সেচ্ছাসেবি সংগঠন গুলির থেকেও আর্থিক সাহায্য নেওয়া হবে বলেই জানিয়েছেন মমতা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

"২১ জুন থেকে সবাইকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র", ঘোষণা প্রধানমন্ত্রীর । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে, এবার জাতির উদ্দেশ্যে বার্তা দিতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বক্তব্যের শুরুতেই তিনি বলেন, করোনা আবহে যে দুটি বিশেষ কারণে মানুষের মৃত্যু হয়েছে তা হল, বেড এবং অক্সিজেনের অভাব। তাই অক্সিজেন প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের ইতিহাসে আগে কখনও অক্সিজেনের এত প্রয়োজন পড়েনি। ২ মাসে অক্সিজেনের […]

Subscribe US Now

error: Content Protected