চিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১৩২ । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 40 Second

চিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা । মৃত প্রায় ১৩২ । কুনমিং থেকে গুয়াংঝাইউয়ের পথেই ভেঙে পড়ে চিনা বোয়িং ৭৩৭ বিমান । জানা গিয়েছে বিমানে ১৩২ জন যাত্রী ছিলেন । ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও কোনও যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি । আশঙ্কা করা হচ্ছে ১৩২ জন যাত্রীর মধ্যে প্রত্যেকেই নিহত । সে দেশের সরকারি সংবাদমাধ্যমের তরফেও স্পষ্ট জানানো হয়, কুনমিং থেকে গুয়াংঝাউয়ের পথে যে চিনা বিমানটি ভেঙে পড়ে, সেখানে আর কোনও যাত্রী জীবিত নেই। বিমানটি গুয়াংঝাউ অঞ্চলের উঝো শহরের কাছে পাহাড়ের মাথায় ভেঙে পড়ে । তারপর থেকেই তল্লাশি চালানো হচ্ছে তবে ধ্বংসাবশেষ ছাড়া কিছুই মেলেনি । সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল দুর্ঘটনার পর । চিনের বিদেশ মন্ত্রী ওয়াং গি বলেন, ‘‌আমরা অনুসন্ধান এবং উদ্ধারের ব্যবস্থা করার জন্য সবরকম প্রচেষ্টা করছি এবং বিমান চলাচলের সম্পূর্ন নিরাপত্তা নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব দুর্ঘটনার কারণ খুঁজে বের করব।’ তবে এখনও পর্যন্ত সেরকম কোনও তথ্যই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়নি ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

"আতঙ্কে থাকতে চাই না", গ্রাম ছাড়ছে ভাদু শেখের পরিবার । এম ভারত নিউজ

গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল রামপুরহাট ১ নম্বর ব্লকের বরশাল গ্রামের নিহত উপপ্রধান ভাদ্য শেখের পরিবার । সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ বোমা মেরে খুন করা হয় ভাদু শেখকে । অভিযোগের তির বিজেপির দিকে । আট মাসে আগে বাড়ি ফেরার পথে খুন হয়েছিলেন ভাদু শেখের মেজো ভাই। জানা গিয়েছিল, রাস্তায় তাঁকে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected