মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে একগুচ্ছ ঘোষণা মমতার । এম ভারত নিউজ

admin

একুশের বিধানসভা নির্বাচনে আশাতীত সাফল্যের পর তৃতীয় বারের জন্য বাংলার মসনদে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বুধবার অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী পা রাখলেন মধ্যমগ্রামে।

0 0
Read Time:3 Minute, 7 Second

একুশের বিধানসভা নির্বাচনে আশাতীত সাফল্যের পর তৃতীয় বারের জন্য বাংলার মসনদে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বুধবার অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী পা রাখলেন মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে প্রশাসনিক মহলের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে হাজির হয়েই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন। পড়ুয়া থেকে শুরু করে মহিলাদের জন্য নানান উদ্যোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে।

প্রথমেই বছরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারী দিনটিকে ছাত্র দিবস হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল দল গড়ে ওঠার পর থেকেই সেই প্রতিষ্ঠা দিবসকে তিনি মা-মাটি-মানুষ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিলেন। ছাত্র দিবস পালন করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক থেকে আগামী ২০ ডিসেম্বর রাজ্যে শিক্ষা মেলা করার কথা ঘোষণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওই দিন ক্রেডিট কার্ড দেওয়া হবে ১০ হাজার পড়ুয়াকে । এ ছাড়া ১২ জানুয়ারি দিনটিকে বিবেকানন্দ স্কলারশিপ দেওয়ার জন্য বেছে নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও, শিক্ষা দফতরের তরফ থেকে এ দিন জানানো হয়েছে, ক্রেডিট কার্ড দেওয়া হবে শিক্ষা মেলার দিন ক্যাম্প থেকে । মুখ্যমন্ত্রীর কথায়, প্রত্যেক মাসে বা প্রতি ১৫ দিন অন্তর মেলা হলে পড়ুয়াদের ঋণ পেতে সুবিধা হবে।এর পাশাপাশি, যাদের একটা কোর্স শেষ হয়ে যাচ্ছে, তারাও ঋণ নিতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করেন দুয়ারে সরকারের ক্যাম্প কবে হবে সেই বিষয়েও । মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন,দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজিত হবে ২ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত । পরে কিছুদিন বন্ধ রাখা হবে মকর সংক্রান্তির জন্য । তারপর আবার ২০ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ক্যাম্প চলবে। সব মিলিয়ে, আজ মুখ্যমন্ত্রীর বৈঠককে ঘিরে কার্যত সাজ সাজ রব ছিল মধ্যমগ্রামে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

১লা জানুয়ারি হবে ‘ছাত্র দিবস’ ঘোষণা মুখ্যমন্ত্রীর । এম ভারত নিউজ

একুশের নির্বাচনে জয়লাভের পর প্রথমবার মধ্যমগ্রামের মাটিতে পা রাখলেন মুখ্যমন্ত্রী। আর মধ্যমগ্রামে এসেই পড়ুয়াদের জন্য নয়া ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Subscribe US Now

error: Content Protected