বিজেপির পরিবর্তন যাত্রার প্রত্যুত্তরে ১০ হাজার বাইক মিছিলের ডাক দেওয়া হয়েছে, জেলা যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে । বঙ্গ ভোটকে কেন্দ্র করে একের পর এক কর্মসূচি করে চলেছে বিজেপির শীর্ষ নেতারা, আর ভোটের আগে জমি ছাড়তে রাজি নয় তৃণমূল কংগ্রেস তাই পাল্টা জবাব দিয়ে ১০ হাজার বাইক ও ট্যাবলো নিয়ে বিশাল মিছিল বের করেছে । যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে একই জায়গায় একই দিনে দুটি ভিন্ন দলের একই ধরনের মিছিলের ক্ষেত্রে ঝামেলার আশঙ্কা থেকে যাচ্ছে।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে ,শনিবার সকাল ১০টায় চাপড়া থেকে বাইক মিছিলের সূচনা হয়েছে। দুই দিনব্যাপী এই দীর্ঘ মিছিলের মাধ্যমে গত ১০ বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান ও সাফল্য তুলে ধরা হয়েছে৷ পাশাপাশি মিছিলটির নাম দেওয়া হয়েছে, ’জনসমর্থন যাত্রা’।
অপরদিকে আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ জেপি নাড্ডার, এই পরিবর্তন যাত্রার সূচনা হবে নবদ্বীপ থেকে। আজ এই পরিবর্তন যাত্রা বিকেল পাঁচটা নাগাদ ধুবুলিয়া হয়ে ৬টায় বেথুয়াডহরী পৌঁছাবে৷ ওদিকে, একই সময় ওই ১৫টি বিধানসভার মধ্যে ৮টি বিধানসভা এলাকায় একই রুট ধরে যাবে তৃণমূলের বাইক মিছিল। ৩৪ নম্বর জাতীয় সড়কে এর প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করছেন জেলা প্রশাসনিক আধিকারিকরা।